বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:৪২ পূর্বাহ্ন
মোঃ ফরহাদ হোসেন, ফুলতলা উপজেলা প্রতিনিধি, খুলনাঃ
আজ ০৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফুলতলা উপজেলা আওয়ামীলীগ অফিসের সভাকক্ষে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, দামোদর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ শিপলু ভুইয়া, ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোল্যা আলী আযম মোহনসহ উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেত্রীস্থানীয় নেতা-কর্মীসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর আত্মার মাগফেরাত ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।